ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর

আমার মনযোগ শুধু খেলার মাঠেই : সাকিব আল হাসান

ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায় ভালোই বিস্তৃতি ঘটিয়েছেন সাকিব আল হাসান।

একটার পর একটা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করছেন।  হোটেল ব্যবসা থেকে এগ্রোফার্ম, ই-কমার্স, স্বর্ণের বার, ব্যাংকের মালিকানায় অংশিদার হতে চেয়েছিলেন।

এতো সব ব্যবসার ভিড়েও সাকিব জানালেন, তার মনযোগ শুধু খেলার মাঠেই।  ব্যবসায় সময় দেন না, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গোল্ড বারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন সাকিব।  সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওগুলোতে আমি কখনই নিজে সময় দেই না। হয়তো আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোন অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যেন কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’

এ সময় আসন্ন শ্রীলংকা সিরিজ নিয়েও কথা বলেন তিনি।

এ সিরিজে নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতার। আমার কাছে মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু আমি আশাবাদী যে আমরা সিরিজটা জিততে পারব।’

প্রসঙ্গত, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ মে শুরু প্রথম টেস্ট।

Tag :
জনপ্রিয়

ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

আমার মনযোগ শুধু খেলার মাঠেই : সাকিব আল হাসান

Update Time : ০৫:৫০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২

ক্রিকেটারের পাশাপাশি ব্যবসায় ভালোই বিস্তৃতি ঘটিয়েছেন সাকিব আল হাসান।

একটার পর একটা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করছেন।  হোটেল ব্যবসা থেকে এগ্রোফার্ম, ই-কমার্স, স্বর্ণের বার, ব্যাংকের মালিকানায় অংশিদার হতে চেয়েছিলেন।

এতো সব ব্যবসার ভিড়েও সাকিব জানালেন, তার মনযোগ শুধু খেলার মাঠেই।  ব্যবসায় সময় দেন না, ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকেন।

শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গোল্ড বারের একটি ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধন করেন সাকিব।  সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন, ‘আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওগুলোতে আমি কখনই নিজে সময় দেই না। হয়তো আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোন অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যেন কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’

এ সময় আসন্ন শ্রীলংকা সিরিজ নিয়েও কথা বলেন তিনি।

এ সিরিজে নিজেদেরই এগিয়ে রাখলেন টাইগার অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতার। আমার কাছে মনে হয় আমাদের ভালো করার সম্ভাবনা খুবই বেশি। যদিও আমাদের দুই দেশের কন্ডিশন প্রায় একই। কিন্তু আমি আশাবাদী যে আমরা সিরিজটা জিততে পারব।’

প্রসঙ্গত, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ১৫ মে শুরু প্রথম টেস্ট।