বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
নিউইয়র্কে বন্দুকহামলা/ অন্যদের বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ‘সাহসী’ বাংলাদেশি
নিউইয়র্ক সিটির ম্যানহাটনের একটি অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা ছিলেন একজন বাংলাদেশি অভিবাসী। তিনি নিজের জীবন বিপন্ন করে অন্যদের রক্ষা করেছিলেন বলে জানিয়েছেন শহরের মেয়র ও পুলিশ কমিশনার।
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাছাড়া মঙ্গলবার (২৯ জুলাই) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র।
ট্রাম্পের শুল্ক কার্যকরের সময়সীমা শেষ হচ্ছে, ব্যবসায়ীরা প্রস্তুত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক কার্যকরের সময়সীমা ১ আগস্ট শেষ হতে যাচ্ছে। ফলে শতাধিক দেশ ও হাজার হাজার মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তায় পড়েছেন।
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাছাড়া মঙ্গলবার (২৯ জুলাই) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র।
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো
ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাছাড়া মঙ্গলবার (২৯ জুলাই) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র।
ট্রাম্পের শুল্ক কার্যকরের সময়সীমা শেষ হচ্ছে, ব্যবসায়ীরা প্রস্তুত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক কার্যকরের সময়সীমা ১ আগস্ট শেষ হতে যাচ্ছে। ফলে শতাধিক দেশ ও হাজার হাজার মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তায় পড়েছেন।
পাহেলগামে হামলায় জড়িত তিনজনকে হত্যার দাবি ভারতের
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বাইসরান উপত্যকায় এ বছরের এপ্রিলে যে ভয়াবহ পর্যটক হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে জড়িত তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার (২৯ জুলাই) লোকসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, সোমবার ‘অপারেশন মহাদেব’ নামে একটি যৌথ অভিযানে তিনজনকেই হত্যা করা হয়।
প্রবল বর্ষণে ফুঁসছে তিস্তা, বিপৎসীমার ওপরে বইছে পানি
কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিম্নচাপ সরে গেলেও এ মুহূর্তে বৃষ্টি থেকে নিস্তার মেলেনি বঙ্গবাসীর। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত সোমবার (২৮ জুলাই) লাগাতার প্রবল বৃষ্টির কারণে ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা নদী।
রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে রাশিয়া।
চীনে ভারী বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু
চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
সৌদি আরবে নতুন দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু
সৌদি আরব তাদের ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হবে: উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ (বেসিক)।
রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২০
ইউক্রেনে রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলা চালিয়েছে রাশিয়া।
চীনে ভারী বৃষ্টিতে ৩০ জনের মৃত্যু
চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
সৌদি আরবে নতুন দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থা চালু
সৌদি আরব তাদের ওয়ার্ক ভিসা নীতিতে বড় পরিবর্তন এনেছে, যা দক্ষ বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। নতুন ব্যবস্থায় প্রথমবারের মতো বিদেশি কর্মীদের তিনটি শ্রেণিতে ভাগ করা হবে: উচ্চ-দক্ষ, দক্ষ ও সাধারণ (বেসিক)।
ঘুসের মামলায় দোষী সাব্যস্ত কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট
ঘুস ও সাক্ষ্য প্রভাবিত করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে। সোমবার (২৮ জুলাই) দেশটির এক বিচারক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন, যা কলম্বিয়ার রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। দেশটির ইতিহাসে প্রথমবার কোনো সাবেক প্রেসিডেন্ট এ ধরনের মামলায় দোষী সাব্যস্ত হলেন।
তুরস্কের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন
তুরস্ক ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ তাদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ উন্মোচন করেছে। দুই হাজার পাউন্ড বা প্রায় ৯৭০ কেজি ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র।