ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনার বিষয়ে জবাব দিয়েছে হামাস এক নজরে বিশ্ব সংবাদ: ৩ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৪ অক্টোবর

করোনার গণটিকাদান শুরু হচ্ছে : সিটিতে মডার্না, জেলায় সিনোফার্ম

আবারও দেশব্যাপী করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ফলে আগামী দুই/একদিনের মধ্যে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এবারের টিকাদানে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা আর জেলা-উপজেলা পর্যায়ে দেওয়া হবে চীন থেকে কেনা সিনোফার্মের টিকা।

সোমবার (৫ জুলাই) এ বিষয়ে আলোচনা সভা করে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি। এ ব্যাপারে কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন স্বল্পতার কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। এই টিকা দিয়ে আমরা আবার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’

শামসুল হক মনে করেন, ‘মডার্নার ভ্যাকিসন টেম্পারেচার সেনসিটিভ, মাইনাস ২০-তে রাখতে হয়, তাই এ টিকা দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায়। সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই টিকার আওতায় আসবে। আর সিনোফার্মের ভ্যাকসিন রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। এছাড়া একই জায়গায় যদি দুই ধরনের টিকাদান কর্মসূচি চলে তাহলে হয়তো কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সঙ্গে তাপমাত্রার একটা বিষয় তো রয়েছেই। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৫ বছরের বেশি বয়সী সবাই নিবন্ধন করে টিকা নিতে পারবেন জানিয়ে শামসুল হক বলেন, অগ্রাধিকার তালিকায় প্রথমে ১৮ ক্যাটাগরির মানুষে ছিলেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক, মেডিক্যাল-নার্সিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে সিনোফার্মের দ্বিতীয় ধাপে। এবারে এ তালিকায় কৃষক, শ্রমিক এবং শিক্ষার্থী- এ তিন ক্যাটাগরির জনগোষ্ঠীর মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তাদেরও এবার টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। আর কৃষক, শ্রমিকদের তালিকার জন্য কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। তারা যে তালিকা দেবেন, সে তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে।

তবে যেহেতু নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের সব জানানো হবে। আর স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। সে কাজটিও এরমধ্যে শুরু করা হবে—বলেন ডা. শামসুল হক।

 

Tag :
জনপ্রিয়

ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব

করোনার গণটিকাদান শুরু হচ্ছে : সিটিতে মডার্না, জেলায় সিনোফার্ম

Update Time : ০৭:৪৩:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

আবারও দেশব্যাপী করোনার গণটিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ফলে আগামী দুই/একদিনের মধ্যে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এবারের টিকাদানে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা আর জেলা-উপজেলা পর্যায়ে দেওয়া হবে চীন থেকে কেনা সিনোফার্মের টিকা।

সোমবার (৫ জুলাই) এ বিষয়ে আলোচনা সভা করে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি। এ ব্যাপারে কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু মাঝে কিছু দিন স্বল্পতার কারণে টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কয়েকদিন আগে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ টিকা আমাদের হাতে এসেছে। এই টিকা দিয়ে আমরা আবার টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’

শামসুল হক মনে করেন, ‘মডার্নার ভ্যাকিসন টেম্পারেচার সেনসিটিভ, মাইনাস ২০-তে রাখতে হয়, তাই এ টিকা দেওয়া হবে সিটি করপোরেশন এলাকায়। সিটি করপোরেশন এলাকার আওতায় থাকা সাধারণ মানুষ এই টিকার আওতায় আসবে। আর সিনোফার্মের ভ্যাকসিন রাখা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। এছাড়া একই জায়গায় যদি দুই ধরনের টিকাদান কর্মসূচি চলে তাহলে হয়তো কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সঙ্গে তাপমাত্রার একটা বিষয় তো রয়েছেই। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৫ বছরের বেশি বয়সী সবাই নিবন্ধন করে টিকা নিতে পারবেন জানিয়ে শামসুল হক বলেন, অগ্রাধিকার তালিকায় প্রথমে ১৮ ক্যাটাগরির মানুষে ছিলেন। এরপর সেখানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক, মেডিক্যাল-নার্সিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে সিনোফার্মের দ্বিতীয় ধাপে। এবারে এ তালিকায় কৃষক, শ্রমিক এবং শিক্ষার্থী- এ তিন ক্যাটাগরির জনগোষ্ঠীর মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তাদেরও এবার টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে। আর কৃষক, শ্রমিকদের তালিকার জন্য কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। তারা যে তালিকা দেবেন, সে তালিকা অনুযায়ী টিকা দেওয়া হবে।

তবে যেহেতু নিবন্ধনের কাজটি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য ও প্রযুক্তি বিভাগ দেখছে, তাদের সব জানানো হবে। আর স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে মডার্নার টিকা দেওয়া প্রশিক্ষণ কার্যক্রম শেষ করবে এবং মডার্না ও সিনোফার্মের টিকা সারাদেশে পৌঁছে দেবে। সিনোফার্মের টিকা দেওয়ার ক্ষেত্রেও উপজেলা এবং জেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন রয়েছে। সে কাজটিও এরমধ্যে শুরু করা হবে—বলেন ডা. শামসুল হক।