দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১১ হাজার৫২৫ জন। যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত সোমবার (৫ জুলাই) করোনায় একদিনে সর্বোচ্চ১৬৪ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন রোগী। যা দেশের করোনা ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড। এর আগে ৪ জুলাই মারা যান ১৫৩ জন। এরপর ১ জুলাই মারা যায় ২৪৩ জন এবং ২ জুলাই ১৩২ জন মারা যান। গত ৩০ জুন করোনা রোগী শনাক্ত হয় ৮ হাজার ৮২২ জন। যা করোনায় দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।