করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেখতে তাঁর বাসভবনে মেডিকেল টিম যাবে আজ বৃহস্পতিবার বিকেলে। মেডিকেল টিমের লিডার হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী।
বিএনপি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আজ ১৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ থেকে ৪ টা ৩০ মিনিটের মধ্যে গুলশান চেয়ারপার্সনের বাস ভবনে মেডিকেল টিম যাওয়ার কথা রয়েছে।
মেডিকেল টিম লিডার অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী। এছাড়া টিমের সদস্য হিসেবে অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ডাক্তার মোঃ শাকুর খান ও ডাক্তার মোহাম্মদ আল মামুন রয়েছেন।
এছাড়া বিএনপি সূত্র জানিয়েছে, দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নবম নিখোঁজ দিবস উপলক্ষে ভার্চূয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল শনিবার দুপুর ২ টা ৩০ মিনিট।