গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে শনাক্ত হয়েছেন ৪২২ জন।
বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা যান যশোরে। বাকিদের মধ্যে খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহে দুইজন করে এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনায় মোট মারা গেছেন দুই হাজার ৮৭৮ জন। মোট শনাক্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৬২৬ জন। আর সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৪৪ জন।