ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা মেরে ফেলে দেয়ার ঘটনায় এন মল্লিক (ঢাকা মেট্রো ব-১৩-১৫২১) বাসের চালক মো. সবুজ (২৫) ও হেলপার মো. নাহিদ (১৯) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।
ভাড়ার টাকা না দিতে পারায় ঢাকার কেরানীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় সমালোচনা মুখর নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে গত সোমবার ৭ মার্চ সকাল পৌনে ৯টার দিকে। এন মল্লিক নামের বাসটি কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুরে ফেলে। ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বাস থেকে ফেলে দেওয়ার পর ওই নারী বাকপ্রতিবন্ধী মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় গোঙাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।
বাকপ্রতিবন্ধী হলেও ওই নারী টাইলসের ওপর লিখে তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানাতে সক্ষম হন।
ওই নারী লিখেছেন, ‘এন মল্লিক বাসে তিনা কোনাখোলা থেকে উঠেছিলেন তিনি। ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই।’
পরে একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেফতার এবং বিচার দাবি করে মানববন্ধন করেছিল স্থানীয়রা।