জাতীয় সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুক (আকবর হোসেন পাঠান) নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
শনিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা। আসমা পাঠান রুম্পা বলেন, গত ৪ মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঘুম থেকে উঠছিলেন না। ডাকাডাকি করে দেখা যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।
পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে এ মুহূর্তে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে, ফারুকের ব্যক্তিগত সহকারী কাজল মিয়া বলেছেন, স্যার ৪ মার্চ সিঙ্গাপুরে গিয়েছেন। আমি শুক্রবার পর্যন্ত জানি, স্যার ভালো আছেন। আজকের খবর নিয়ে জানাতে হবে। এর আগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ফারুক। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা।
চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।