ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল সাহা, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন মুশা, সালথা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, মধুখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ঝর্না হাসানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ। সভা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুক হোসেনকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।