অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ। কিউইদের ৬ উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১ ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
৯৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরা; এরপর নাঈম-মাহমুদউল্লাহর দৃড়তায় সেই ধাক্কা সামলে ওঠে। নাঈম ২৯ রান করে আউট হলেও মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করেই আসেন। তিনি অপরাজিত ছিলেন ৪৩ রানে। সঙ্গে আফিফ ৬ রানে অপরাজিত ছিলেন।
২টি ছয় ও ১টি চারে মাহমুদউল্লাহ ৪৮ বলে ৪৩ রান করেন। দলের বিপদে তিনি নাঈমকে সঙ্গে নিয়ে হাল ধরেছিলেন। এর আগে মোস্তাফিজ-নাসুম আহমেদের বোলিংয়ে মাত্র ৯৩ রানে অলআউট হয় সফরকারীরা।
বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪
নিউ জিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ১৯.৩ ওভারে ৯৩/১০ (উইল ইয়ং ৪৬, টম লাথাম ২১, ফিন অ্যালেন ১২; নাসুম আহমেদ ৪/১০, মোস্তাফিজুর রহমান ৪/১২, মেহেদি হাসান ১/২১, মোহাম্মদ সাইফউদ্দিন ১/১৬)।
বাংলাদেশ : ১৯.১ ওভারে ৯৬/৪ (নাইম শেখ ২৯, লিটন দাস ৬, সাকিব আল হাসান ৮, মুশফিকুর রহীম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৩*, আফিফ হোসেন ধ্রুব ৬*; অ্যাজাজ প্যাটেল ২/৯)।
ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।