ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী ইসরায়েলে হামাসের হামলার ২ বছর পূর্তিতে গাজা থেকে প্রজেক্টাইল নিক্ষেপ ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে আমাকে আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে: তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ৬ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল আজকের নামাজের সময়সূচি: ০৭ অক্টোবর ফরিদপুরে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন ফরিদপুরে এস আলমের নিয়োগ দেয়া অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি

শনিবার সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি। এই আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে চিঠিতে নির্দেশনায় স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তবে এই চিঠিতে অনুষ্ঠানের আয়োজন ও সম্প্রচার কিভাবে করা হবে তার কোনো দিক নির্দেশনা দেয়া নেই। ফলে অনেকেই এটিকে দায়সারা নির্দেশনা বলে মনে করছেন।

মাঠ পর্যায়ের একাধিক শিক্ষা সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে শিক্ষা অফিসগুলোতে চিঠি এসেছে। আমরা এ বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করেছি। তবে কিভাবে আয়োজন করা হবে অধিদপ্তর থেকে এমন কোনো ইঙ্গিত না থাকায় আমরাও শিক্ষার্থী ও শিক্ষকদের বোঝাতে পারছিনা।

শিক্ষকরা বলেন, আমাদের দেশে এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টিভিও নেই। কিন্তু মাউশির যে নির্দেশনা তা থেকে অনুমান করা যায়, প্রজেক্টরে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো গেলে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা যেত। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোগ গ্রহণের জন্য সময়ও দেয়া হয়নি। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ কিভাবে আসবে সেটি বুঝতে পারছিনা।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

তবে মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ জার্নালকে বলেন, সরকারি কোনো নির্দেশনা না থাকায় চিঠিতে নতুন কিছু সংযোজন করা হয়নি। তিনি ব্যক্তিগত ধারণা করে বলেন, সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীরা টিভিতেই এটি দেখতে পারবে। তিনি মনে করেন শিক্ষার্থীরা যেন অনুষ্ঠানটি দেখে শিক্ষার্থীদের এটিই জানানো প্রয়োজন।

তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছিল। এ বিষয়ে অবশ্যই মাউশির দিক নির্দেশনা থাকার প্রয়োজন ছিল।

Tag :
জনপ্রিয়

ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে

পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি

Update Time : ০২:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২

শনিবার সকাল ১০টায় পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রচারের নির্দেশনা দিয়েছে মাউশি। এই আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে চিঠিতে নির্দেশনায় স্বাক্ষর করেন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তবে এই চিঠিতে অনুষ্ঠানের আয়োজন ও সম্প্রচার কিভাবে করা হবে তার কোনো দিক নির্দেশনা দেয়া নেই। ফলে অনেকেই এটিকে দায়সারা নির্দেশনা বলে মনে করছেন।

মাঠ পর্যায়ের একাধিক শিক্ষা সংশ্লিষ্টরা জানান, গতকাল রাতে শিক্ষা অফিসগুলোতে চিঠি এসেছে। আমরা এ বিষয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করেছি। তবে কিভাবে আয়োজন করা হবে অধিদপ্তর থেকে এমন কোনো ইঙ্গিত না থাকায় আমরাও শিক্ষার্থী ও শিক্ষকদের বোঝাতে পারছিনা।

শিক্ষকরা বলেন, আমাদের দেশে এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে বিদ্যুৎ সংযোগ নেই। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টিভিও নেই। কিন্তু মাউশির যে নির্দেশনা তা থেকে অনুমান করা যায়, প্রজেক্টরে শিক্ষার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো গেলে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করা যেত। কিন্তু অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে উদ্যোগ গ্রহণের জন্য সময়ও দেয়া হয়নি। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ কিভাবে আসবে সেটি বুঝতে পারছিনা।

জানতে চাইলে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

তবে মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ জার্নালকে বলেন, সরকারি কোনো নির্দেশনা না থাকায় চিঠিতে নতুন কিছু সংযোজন করা হয়নি। তিনি ব্যক্তিগত ধারণা করে বলেন, সব সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। শিক্ষার্থীরা টিভিতেই এটি দেখতে পারবে। তিনি মনে করেন শিক্ষার্থীরা যেন অনুষ্ঠানটি দেখে শিক্ষার্থীদের এটিই জানানো প্রয়োজন।

তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছিল। এ বিষয়ে অবশ্যই মাউশির দিক নির্দেশনা থাকার প্রয়োজন ছিল।