ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব ফ্লোটিলা নৌবহরের ২৪টি জাহাজ গাজার জলসীমায় পৌঁছে গেছে কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ ইসরায়েলকে ফাঁকি দিয়ে এগিয়ে যাচ্ছে সুমুদ ফ্লোটিলার ৩০ জাহাজ, আর মাত্র ৮৫ কিমি গাজামুখী নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা থেকে ৩৭ দেশের দুই শতাধিক কর্মীকে বন্দি করেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা শুভ বিজয়া দশমী : আজ প্রতিমা বিসর্জন, মন্দিরে বিদায়ের সুর প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৭ Time View

লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। র‍্যাম্পে হেঁটে সবার আলোচনায় এখন অভিনেত্রী। মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!

পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার… এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’

dhakapostছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।

তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন।

এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা একইসঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক।

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।

Tag :
জনপ্রিয়

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে

Update Time : ০২:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। র‍্যাম্পে হেঁটে সবার আলোচনায় এখন অভিনেত্রী। মনিষ মালহোত্রার ডিজাইন করা শেরওয়ানি পরে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। সেখানে ঐশ্বরিয়ার উপস্থিতি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

প্যারিস ফ্যাশন উইকের শো–এর ব্যাকস্টেজে ঐশ্বর্যের সঙ্গে দেখা হয় ইনফ্লুয়েন্সা আদিত্য মদিরাজুর। তিনি ঐশ্বরিয়াকে বলছেন, আমার বিয়ে হয়েছে শুধু আপনার জন্যই!

পরে সেই আলাপচারিতার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন— ‘আমাদের হৃদয়ের রানি… স্বপ্ন ছিল তোমার সঙ্গে দেখা করার… এখনও গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যায়, আদিত্য বলছেন— ‘আমার স্বামী আর আমি একসঙ্গে আছি আপনার জন্যই। আমাদের প্রথম আলাপে আমরা দু’ঘণ্টা ধরে শুধু আপনাকে নিয়েই কথা বলেছিলাম। তখনই তিনি বলেছিলেন— আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে ভালোবাস।’

dhakapostছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আপনাকে সামনাসামনি দেখা আমার স্বপ্ন ছিল। আপনি যেমন ভাল অভিনেত্রী, ততটাই দুর্দান্ত একজন নৃত্যশিল্পী, মানুষ— সব দিক থেকে অনন্য।

তখন ঐশ্বরিয়া বলেন, আপনার ভালোবাসার জন্য ধন্যবাদ। যা বললেন, তা সত্যিই সুন্দর… আপনার মেয়ের জন্য আশীর্বাদ রইল, আপনাদের দু’জনের জন্য অগাধ ভালবাসা।” কথা শেষে নিজের লিপস্টিক তুলে দিয়ে বলেন—“তুমি মেকআপে ম্যাজিক করো। এটা তোমার ট্রেজার বাক্সে রাখো।’

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই প্যারিস ফ্যাশন উইকে ল’ওরিয়ালের প্রতিনিধি হিসেবে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি বিশেষ শেরওয়ানি পরে হেঁটেছেন।

এই শেরওয়ানিটি ছিল খুবই জমকালো—এতে ছিল হীরার ব্রোচ, ১০ ইঞ্চি লম্বা হীরার কাফ (হাতের গয়না) এবং পেছনে নবরত্ন হারের ঝলক।

মনীষ মালহোত্রা বলেন, এই শেরওয়ানি হলো আধুনিক ডিজাইনের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা। তার মতে, হাতে পরা কাফগুলো আংশিকভাবে বর্ম এবং আংশিকভাবে গয়না, যা একইসঙ্গে শক্তি এবং কোমলতা—দুইয়েরই প্রতীক।

ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পন্নিয়িন সেলভন ২’–এ। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৩৪৪.৬৩ কোটিরও বেশি। তবে তার পরবর্তী প্রজেক্ট এখনও ঘোষণা হয়নি।