ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ, স্পেনে মৃত্যু ১,১৫০ ছাড়াল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হবে না: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২০ আগস্ট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে ফরিদপুরের সালথায় শর্ত লঙ্ঘন করে আ.লীগ নেতার শ্যালককে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ ফরিদপুরে পদ্মার পানি বেড়ে ডুবে গেছে ৩১ গ্রাম, দুর্ভোগে ১২০০ পরিবার মধুখালীতে মুক্তিপণ না পেয়ে শিক্ষার্থীকে হত্যা, আটক ২

প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ১৮৫ Time View

বুধবার অ্যাপেলের একটি অনুষ্ঠানে টিম কুকের হাত ধরে প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে – আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। পাশাপাশি এয়ারপডস প্রো-২ লঞ্চ করা হয় এদিন। একনজরে দেখে নিন আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর ফিচার এবং দাম।

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি। আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নয়া সিরিজের ফোনগুলো। স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল রঙের বিকল্পে মিলবে এই ফোনগুলো।

এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে ফোনগুলোতে। তাছাড়া আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। তাছাড়া ওএলইডি ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশন থাকছে ফোনগুলোতে। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরো ভালো বলে দাবি করা হয়েছে।

আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। যেখানে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার, যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্সে-এের দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই ফোনের। ১৬ সেপ্টেম্বর শুরু হবে বিক্রি।

এদিকে এয়ারপডস প্রো ২ লঞ্চ করা হয়েছে অ্যাপেলের পক্ষ থেকে। এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই এয়ারপডস। বাজারে এটি পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷
সূত্র : হিন্দুস্তান টাইমস

Tag :

গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ

Update Time : ০৭:২৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

বুধবার অ্যাপেলের একটি অনুষ্ঠানে টিম কুকের হাত ধরে প্রকাশ্যে এলো আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি ফোন রয়েছে – আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স। পাশাপাশি এয়ারপডস প্রো-২ লঞ্চ করা হয় এদিন। একনজরে দেখে নিন আইফোন ১৪ সিরিজের ফোনগুলোর ফিচার এবং দাম।

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-এর স্ক্রিন ৬.১ ইঞ্চি। আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের স্ক্রিন ৬.৭ ইঞ্চি। আইল্যান্ড নচ ডিজাইনে তৈরি এই নয়া সিরিজের ফোনগুলো। স্পেস ব্ল্যাক, সিলভার, গোল্ড ও পার্পল রঙের বিকল্পে মিলবে এই ফোনগুলো।

এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে ফোনগুলোতে। তাছাড়া আইফোন ১৪ প্রো-এর মূল ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাসের মূল ক্যামেরা ১২ মেগাপিক্সেল। তাছাড়া ওএলইডি ডিসপ্লে, 1200nits পিক ব্রাইটনেস, ডলবি ভিশন থাকছে ফোনগুলোতে। ফোনগুলোর ব্যাটারি লাইফ আগের সিরিজের থেকে আরো ভালো বলে দাবি করা হয়েছে।

আইফোন ১৪-এর দাম ৭৯৯ ডলার থেকে শুরু হয়েছে। যেখানে আইফোন ১৪ প্লাসের দাম ৮৯৯ ডলার থেকে শুরু হয়েছে। আইফোন ১৪ প্রো-এর দাম শুরু হচ্ছে ৯৯৯ ডলার, যেখানে আইফোন ১৪ প্রো ম্যাক্সে-এের দাম শুরু হচ্ছে ১০৯৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই ফোনের। ১৬ সেপ্টেম্বর শুরু হবে বিক্রি।

এদিকে এয়ারপডস প্রো ২ লঞ্চ করা হয়েছে অ্যাপেলের পক্ষ থেকে। এর দাম রাখা হয়েছে ২৪৯ ডলার। ৯ সেপ্টেম্বর থেকে অর্ডার দেয়া যাবে এই এয়ারপডস। বাজারে এটি পাওয়া যাবে ২৩ সেপ্টেম্বর থেকে৷
সূত্র : হিন্দুস্তান টাইমস