ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।

বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নি‌জের ফেসবু‌কে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএন‌পির শীর্ষ নেতা তা‌রেক রহমান সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

আমার কাছে এটা সুখবর বলেই মনে হয়। দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ, অবিবেচক, স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত। আমি চাই, জাতীয় স্বার্থে ইউনূস-তারেক মিথস্ক্রিয়া। এই সমঝোতা বাড়ুক, দেশ ও জাতির কল্যাণ হোক।
এদিকে চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে।

যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে, তা আজও চূড়ান্ত হয়নি।ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

Tag :
জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি: ০৬ অক্টোবর

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে!

Update Time : ০১:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।

বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নি‌জের ফেসবু‌কে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএন‌পির শীর্ষ নেতা তা‌রেক রহমান সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

আমার কাছে এটা সুখবর বলেই মনে হয়। দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ, অবিবেচক, স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত। আমি চাই, জাতীয় স্বার্থে ইউনূস-তারেক মিথস্ক্রিয়া। এই সমঝোতা বাড়ুক, দেশ ও জাতির কল্যাণ হোক।
এদিকে চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে।

যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে, তা আজও চূড়ান্ত হয়নি।ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।