ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরের চরভদ্রাসনে অস্ত্রসহ একজন আটক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৪৯ Time View

ফরিদপুরের চরভদ্রাসনে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ঐ ব্যক্তির নাম এন্তাজ আলী (৩৫)। তিনি ফরিদপুরের সদরের শোভারামপুর এলাকার বাসিন্দা হামিদ আলীর পুত্র। আটকের সময় তার কাছ থেকে দুটি রামদা ও দুটি শাবল উদ্ধার করে এলাকাবাসী।

চরভাদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান গত বুধবার রাতে টিলারচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ৯/১০ জন লোককে ঘোরাফিরা করতে দেখে জেগে থাকা রেজাউল নামের এক পাহারাদার। এ সময় তাদের সাথে বাদানুবাদ হয় রেজাউলের। এক পর্যায়ে রেজাউলের চিৎকার শুনে স্থানীয় জনতা এগিয়ে আসলে এবং তাদের ধাওয়া দিয়ে এন্তাজ আলীকে আটক করে। এসময় তার দলের অপর সদস্যরা পালিয়ে যায়। ওই সময় উপজেলার জাকেরের সিরায় থাকা টহল পুলিশ খবর পেয়ে ক্ষুদ্ধ জনতার হাত হতে এন্তাজ আলিকে উদ্ধার করে। এ সময় উক্ত স্থান হতে দুটি রামদা ও দুটি শাবল উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ধারনা করা যাচ্ছে এন্তাজ এবং তার সহযোগিরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

ফরিদপুরের চরভদ্রাসনে অস্ত্রসহ একজন আটক

Update Time : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১

ফরিদপুরের চরভদ্রাসনে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সদর ইউনিয়নের টিলারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ঐ ব্যক্তির নাম এন্তাজ আলী (৩৫)। তিনি ফরিদপুরের সদরের শোভারামপুর এলাকার বাসিন্দা হামিদ আলীর পুত্র। আটকের সময় তার কাছ থেকে দুটি রামদা ও দুটি শাবল উদ্ধার করে এলাকাবাসী।

চরভাদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান গত বুধবার রাতে টিলারচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ৯/১০ জন লোককে ঘোরাফিরা করতে দেখে জেগে থাকা রেজাউল নামের এক পাহারাদার। এ সময় তাদের সাথে বাদানুবাদ হয় রেজাউলের। এক পর্যায়ে রেজাউলের চিৎকার শুনে স্থানীয় জনতা এগিয়ে আসলে এবং তাদের ধাওয়া দিয়ে এন্তাজ আলীকে আটক করে। এসময় তার দলের অপর সদস্যরা পালিয়ে যায়। ওই সময় উপজেলার জাকেরের সিরায় থাকা টহল পুলিশ খবর পেয়ে ক্ষুদ্ধ জনতার হাত হতে এন্তাজ আলিকে উদ্ধার করে। এ সময় উক্ত স্থান হতে দুটি রামদা ও দুটি শাবল উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ধারনা করা যাচ্ছে এন্তাজ এবং তার সহযোগিরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।