চলমান কঠোর বিধিনিষেধের কারণে যান চলাচল বন্ধ থাকায় কৃষকরা পড়েছেন শ্রমিক সংকটে। বিশেষ করে দরিদ্র কৃষকরা বেশি সমস্যায় পড়ছেন। যদিও কিছু সংখ্যক শ্রমিক পাওয়া গেলেও তাদেরকে দিতে হচ্ছে দ্বিগুন পরিমান মজুরী। এই সংকটকালীন দরিদ্র কৃষকের ফসল ঘরে তুলতে নিজ হাতে ধান কাটলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে দেন জেলা প্রশাসক অতুল সরকার সহ কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসকের সাথে ধান কাটায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হজরত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাশার মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আনোয়ার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনাকালীন সময়ে দরিদ্র কৃষকেরা শ্রমিক সংকটে তাদের জমির ফসল ঘরে তুলতে পারছে না। এই সংকটকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র কৃষকের জমির ধান কেটে দেওয়া শুরু হয়েছে।
জেলা প্রশাসক বলেন, শহরের বাইপাস সড়কের পাশে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের ১০ কাঠা জমির ধান কেটে দেওয়া হয়েছে। দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়া কার্যক্রম অব্যাহত থাকবে।