ফরিদপুরের নগরকান্দায় মহিলাকে ইখটিজিং করায় যুবককে ৭ দিনের বিনা শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্ত যুবক উপজেলার পুরাপাড়ায় ই্উনিয়নের বড় কাজুলী গ্রামের গঞ্জণ মোল্যার ছেলে দুখু ম্যোল্যার (৩২) । সে নগরকান্দা সাইকেল মেকারের কাজ করেন।
জানাগেছে, দুখু মিয়া তার দোকানের পাশে সড়ক দিয়ে মেয়ের চলাফেরা করায় সময় বিভিন্ন কুরুচীপূর্ণ কথা বলে থাকে। রবিবার সকালে তার দোকানের পাশ দিয়ে একটি যুবতী মেয়ে যাচ্ছিলেন। দুখু মিয়া ঐ যুবতীয়তীকে ডেকে অশ্লীল ভাষা এবং কুপ্রস্তাব দেয়। তখন মেয়েটি পাশে ডিউটিরত থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে দুখুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নির্বাহী কর্মকর্তা জেতী প্রু ঘটনাস্থান পরিদর্শন করে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুখু মোল্যাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেন।