মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সন্ধানী ডোনার ক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে নিহত পরিবারের সদস্য ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৯টায় ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম এ্যডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই আর্থিক সহযোগিতা প্রদান করেন সন্ধানী ডোনার ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ন-আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়াল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতু, মো:আরাফাত হোসেন , বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আলী আকবর বিশ্বাস সহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় কোটা আন্দোলনের নিহত পাঁচজনের পরিবারের মাঝে প্রত্যেককে ২০ হাজার টাকা করে এবং আহত ২৫ জনের মধ্যে চার হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়।