ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষায় ফরিদপুরে আতশবাজি-পটকা-সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার ( ০৮ এপ্রিল) সন্ধ্যার দিকে বিজ্ঞপ্তিটি জারি করেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে- পবিত্র ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষার্থে ঈদের দিন শহরের মোড়ে মোড়ে উচ্চ শব্দে সাউন্ডবক্স, লাউড স্পিকার বাজানো, অশ্লীল নাচ-গান করা, আতশবাজি ও পটকা কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।