ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, নারীদের উন্নয়নের জন্য সর্ব প্রথম কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই অনুসরন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য প্রভূত কাজ করে যাচ্ছেন। ফলশ্রুতিতে দেশে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষের যৌথ প্রচেষ্টা আজ আমরা প্রত্যক্ষ করছি। তিনি সোমবার কবি জসীমউদ্দিন হলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসঊদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, নন গভমেন্ট অর্গানাইজেশন এফডিএ এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ফরিদপুর কবি জসীম উদদীন হলরুমে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকালে কেক কেটে নারী দিবস উদযাপনের সূচনা করেন জেলা প্রশাসক অতুল সরকার।