মহামারী করোনাকালীন এই সময়ে অসহায়,দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিয়মিত বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ ইয়াদ তন্ময়। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা একটায় শহরের অনাথের মোড় এলাকায় নিজস্ব অর্থায়নে খাবার বিতরণ করেন অসহায়, দুঃস্থ, নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, সাবেক দপ্তর সম্পাদক ফরিদপুর জেলা বিএনপি, সাব্বির আহমেদ খাঁন, সাবেক সদস্য, ফরিদপুর জেলা বিএনপি, সাজ্জাদ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দল, জুলকার নাইন খাঁন, সদস্য, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটি, মো নাসির উদ্দিন মিয়া, ২১ নং ওয়াড ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এসময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ ইয়াদ তন্ময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে আমরা সবসময়েই দেশের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে ছিলাম, আছা এবং থাকব।
বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাইদ ইয়াদ তন্ময় সাবেক জেলা বিএনপির সদস্য এবং ফরিদপুর শহর যুবদলের সহ সাধারন সম্পাদক ছিলেন।
মো: সাইফুদ্দীন জুয়েল 


















