ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩ জন মারা গেছেন গাজা সিটির বহুতল ভবনগুলো গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আজ দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ গাজাজুড়ে ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব; একদিনে আরও ৬৭ জনের প্রাণহানি এক নজরে বিশ্ব সংবাদ: ৬ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ৬৯ জন নিহত নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলায় মামলা, আসামি ৩৫০০

ফরিদপুরে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

মাহবুব পিয়াল, ফরিদপুর : ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আজ সোমবার (৮ এপ্রিল, ২০২৫) থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। ফরিদপুর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো:কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম।


এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সচিব, সহকারী সচিবসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষ করে তোলা হচ্ছে। তাদের প্রশাসনিক দক্ষতা, আইনগত জ্ঞান ও বিচার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

গ্রাম আদালত ব্যক্তিগত বিরোধ, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, দেনা-পাওনা, পারিবারিক বিরোধসহ নানা স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম। এতে আদালতের উপর চাপ কমে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ে। এছাড়াও গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব হয়, যা সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।এই আদালতের মাধ্যমে স্থানীয় জনগণ সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারে। মামলা মোকদ্দমার জটিলতা ও খরচ কমানোর পাশাপাশি এটি গ্রামের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করে।

এই প্রশিক্ষণ কর্মসূচি ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচি আজ ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

গ্রাম আদালত বাংলাদেশের বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর যা ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিচালিত হয়।এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে, যার সুফল পাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ।

Tag :

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফরিদপুরে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

Update Time : ১২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

মাহবুব পিয়াল, ফরিদপুর : ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে আজ সোমবার (৮ এপ্রিল, ২০২৫) থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। ফরিদপুর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো:কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম।


এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সচিব, সহকারী সচিবসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষ করে তোলা হচ্ছে। তাদের প্রশাসনিক দক্ষতা, আইনগত জ্ঞান ও বিচার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

গ্রাম আদালত ব্যক্তিগত বিরোধ, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, দেনা-পাওনা, পারিবারিক বিরোধসহ নানা স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে সক্ষম। এতে আদালতের উপর চাপ কমে এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ে। এছাড়াও গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সংঘাত এড়ানো সম্ভব হয়, যা সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।এই আদালতের মাধ্যমে স্থানীয় জনগণ সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পেতে পারে। মামলা মোকদ্দমার জটিলতা ও খরচ কমানোর পাশাপাশি এটি গ্রামের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করে।

এই প্রশিক্ষণ কর্মসূচি ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচি আজ ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে।

গ্রাম আদালত বাংলাদেশের বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তর যা ইউনিয়ন পরিষদ পর্যায়ে পরিচালিত হয়।এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত আরও কার্যকর ও ফলপ্রসূ ভূমিকা রাখতে পারবে, যার সুফল পাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ।