ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নওপাড়া নামক স্থানে শনিবার (২০ মার্চ) দুপুরে ট্রেনের ধাক্কায় ২ জন নসিমনের যাত্রী নিহত হয়েছে।
নিহতরা হলো শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের সোহেল(৩৫) ও রফিক (৪০)। আহত ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানায়, রাজশাহী হতে ভাঙ্গা গামী মধুমতি ট্রেনটি ভাঙ্গা রেল ষ্টেশনে প্রবেশ করার ৫০০ মিটার আগে নওপাড়া ফিডার সড়কের ক্রসিং অতিক্রম করছিল। ট্রেনটি ক্রসিং পাড় হবার সময় কাঠভর্তি একটি নসিমন রেলরাস্তা অতিক্রম করতে চেষ্টা করে। এতে ট্রেনের সাথে নসিমনটির ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটে। লাশ রেলওয়ে পুলিশ তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।