ফরিদপুরে উই আর বাংলাদেশ (ওয়াব) এর উদ্যোগে প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানকে ভিক্ষাবৃত্তি পরিহার করে চা,কফি ও বাদাম বিক্রি করতে একটি হুইল চেয়ার , গ্যাস সিলিন্ডার, চুলা, হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানের হাতে এসব সামগ্রি তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান পিপিএম।
এ সময় ওয়াবের এডমিন ও কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর কবিরুল সাগর, মানবতার ফরিদপুর গ্রুপের সভাপতি ও ওয়াবের সদস্য মোঃ মেহেদী হাসান জুয়েল। এদিকে ওয়াবের এ সব উপহার পেয়ে প্রতিবন্ধী আব্দুর রহমান নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন।এসময় আব্দুর রহমান বলেন, আমি ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন নিজেই রোজগার করে সংসার চালাতে পারবো, তিনি ফরিদপুরে ওয়াবের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।