বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাব ফরিদপুর জেলা ইউনিটের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরন,আলোচনা সভা ,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকালে শহরের কবি জসীমউদ্দিন হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক সাংসদ আব্দুর রহমান । প্রধান বক্তার বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার।
বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাব ফরিদপুর ইউনিটের আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বিশিষ্ট শিল্পপতি শামিম হক,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন, বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাবের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জিয়াউল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন,পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক নেতা গোলাম মোঃ নাসির, ছাত্রলীগ নেতা ইতমাম হাসিন চৌধুরীসহ অন্যান্যরা ।
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ফ্যানস্ ক্লাবের যুগ্ম- আহবায়ক ,সাবেক সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিশ্বাস টুটুল। পরে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়। রাতে কবি জসীমউদ্দিন হল মঞ্চে ফরিদপুরের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।