ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে বরকত-রুবেল ফোয়াদসহ ৪৯ জনকে আসামি করে অভিযোগপত্র প্রদান

ইমতিয়াজ হাসান রুবেল এবং সাজ্জাদ হোসেন বরকত

ফরিদপুরের বহুল আলোচিত বরকত-রুবেল-ফোয়াদসহ ৪৯ জনকে আসামি করে জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গত শনিবার জেলার এক নম্বর আমলি আদালতে এ অভিযোগপত্র জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো: শহিদুল ইসলাম।

অভিযোগপত্রে জেলা ফরিদপুরের আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসতিয়াজ হাসান রুবেল এবং সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ রয়েছেন।

৪৯ জন আসামির মধ্যে বরকত ও রুবেলনহ ২৫জন গ্রেফতার আছেন। এ এইচ এম ফোয়াদ, সাবেক কাউন্সিলর কৃষ্ণা সাহাসহ ২৪ জন পলাতক রয়েছেন।গ্রেফতার হওয়ার পর বরকত ও রুবেলসহ ২১ জন আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মোঃশহিদুল ইসলাম বলেন, গত শনিবার ফরিদপুর সদর আদালতে (এক নম্বর) আমলি আদালেতে এ অভিযোগপত্রটি জমা দেওয়া হযেছে। তিনি বলেন, এরপর গ্রেফতার হওয়া আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করার পর বিচারিক কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের মে মাসে রাতে শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়িতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়ি যমুনা ভবন নামের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ইট মেরে বাড়ির কাঁচের ক্ষতিসাধন করে। এ ব্যাপারে সুবল চন্দ্র সাহা নিজে বাদী হয়ে ঘটনার ৪৮ ঘণ্টাপর ১৮ মে রাতে ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে এ মামলাটি করেন।

ওই মামলার সূত্র ধরে ওই বছর  ৭ জুন রাতে বিশেষ অভিয়ানে শহরের বদরপুর এলাকায় অবস্থিত ফরিদপুর-৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি আফসানা মঞ্জিল এবং আশেপশের এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিশান মাহমুদ শামীম সহ ২৫ ব্যক্তিকে।

Tag :

ফরিদপুরে বরকত-রুবেল ফোয়াদসহ ৪৯ জনকে আসামি করে অভিযোগপত্র প্রদান

Update Time : ০৪:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

ফরিদপুরের বহুল আলোচিত বরকত-রুবেল-ফোয়াদসহ ৪৯ জনকে আসামি করে জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। গত শনিবার জেলার এক নম্বর আমলি আদালতে এ অভিযোগপত্র জমা দেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মো: শহিদুল ইসলাম।

অভিযোগপত্রে জেলা ফরিদপুরের আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসতিয়াজ হাসান রুবেল এবং সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদ রয়েছেন।

৪৯ জন আসামির মধ্যে বরকত ও রুবেলনহ ২৫জন গ্রেফতার আছেন। এ এইচ এম ফোয়াদ, সাবেক কাউন্সিলর কৃষ্ণা সাহাসহ ২৪ জন পলাতক রয়েছেন।গ্রেফতার হওয়ার পর বরকত ও রুবেলসহ ২১ জন আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) মোঃশহিদুল ইসলাম বলেন, গত শনিবার ফরিদপুর সদর আদালতে (এক নম্বর) আমলি আদালেতে এ অভিযোগপত্রটি জমা দেওয়া হযেছে। তিনি বলেন, এরপর গ্রেফতার হওয়া আসামিদের উপস্থিতিতে চার্জ গঠন করার পর বিচারিক কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের মে মাসে রাতে শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়িতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার বাড়ি যমুনা ভবন নামের বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ইট মেরে বাড়ির কাঁচের ক্ষতিসাধন করে। এ ব্যাপারে সুবল চন্দ্র সাহা নিজে বাদী হয়ে ঘটনার ৪৮ ঘণ্টাপর ১৮ মে রাতে ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে এ মামলাটি করেন।

ওই মামলার সূত্র ধরে ওই বছর  ৭ জুন রাতে বিশেষ অভিয়ানে শহরের বদরপুর এলাকায় অবস্থিত ফরিদপুর-৩ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি আফসানা মঞ্জিল এবং আশেপশের এলাকাসহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে এ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, জেলা শ্রমিক লীগের কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিশান মাহমুদ শামীম সহ ২৫ ব্যক্তিকে।