মাহবুব পিয়াল,ফরিদপুর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে আমেরিকা ভিসা স্যাংসন দিয়েছে তাতেই তাদের কম্পন শুরু হয়ে গেছে। এরপর বাংলাদেশের মানুষের যে ভিসানীতি আসবে সেটি আরো কঠিন হবে। এখানে কোন মাফ পাওয়ার সুযোগ নাই।
তিনি বলেন, ভোট চুরির প্রকল্প শেখ হাসিনার একমাত্র ভরসা। তার এই প্রজেক্টে আছে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা, দুর্নীতিবাজ পুলিশ, দুর্বৃত্ত ব্যবসায়ী। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।জীবনের বিনিময়ে হলেও এই ভোট চুরি প্রতিরোধ করতে হবে। জীবন দিয়ে আমাদের জয়লাভ করতে হবে। এই যুদ্ধ বিএনপির নয়,বাংলাদেশের ১৮ কোটি মানুষের।
মঙ্গলবার দুপুরে বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ উপলক্ষে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে সারাদেশের বিভাগীয় রোডমার্চের অংশ হিসেবে বেলা ১১ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে এ রোডমার্চ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফর, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ আহমেদ প্রমুখ।