ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। শনিবার বেলা ১২টার দিকে এসব অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ। ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ ইয়াদ তন্ময়, যুগ আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, মাহফুজুর রহমান সবুজ, সাইফুল ইসলাম টিপু, সাজ্জাদ হোসেন বাবু, মোঃ আরিফ হোসেন, জাহিদুল ইসলাম, মোঃ. ইয়াকুব প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এসময় বলেন, করোনা মহামারীর সময়ে চলমান লকডাউনে চিকিৎসা নিতে আসা রোগীদের অসহায় স্বজনদের কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। আমরা ইতিপূর্বেও অসহায় মানুষের পাশে ছিলাম। আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। তিনি সমাজের সামর্থবান মানুষদের প্রতি বর্তমান এই সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর উদাত্ত আহ্বান জানান।
শিরোনাম
ফরিদপুরে রোগীর স্বজনদের মাঝে স্বেচ্ছাসেবক দলের খাবার বিতরণ
-
মাহবুব পিয়াল
- Update Time : ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- ২৭৪ Time View
Tag :
জনপ্রিয়