ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সুফী দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরশ শুরু

  • মাহবুব পিয়াল
  • Update Time : ১০:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ৩৫৬ Time View

ফরিদপুর শহরতলীর বাখুন্ডা সূফী দরবার শরীফের ৩৬তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মাগরিব নামাজান্তে মিলাদ মাহফিল ও এশার নামাজান্তে ওয়াজ নছিহত, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণের মাধ্যমে শুরু হয়েছে। রাতে ওরশ শরিফ মঞ্চে ওয়াজ নসিয়তে অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সুফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশ্তী আল-নিজামী, চিশতিয়া দরবার শরীফের গদী নিশিন ও খলিফা হযরত খাজা সূফী মো: আব্দুস সামাদ চিশ্তী আল-নিজামী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরীসহ অন্যান্যনা। রাতে দেশ, জাতী ও মুসলিমউম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সূফী দরবাস শরীফের গদীনশীন পীর সূফী মো: আ: মজিদ আল চিশতী নিজামী সুফী মজিদ। পরে তোবারক বিতরন করা হয়। আজ শুক্রবার ওরশ শরিফ মঞ্চে বিচার গান পরিবেশন করবেন খোরশেদ সরকার ও মৌসুমী বাউল। এছাড়া আগামীকাল শনিবার একই মঞ্চে বিচার গান পরিবেশন করবেন খোরশেদ আলম সরকার ও হেমায়েত সরকার।

Tag :

ফরিদপুরে সুফী দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরশ শুরু

Update Time : ১০:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১

ফরিদপুর শহরতলীর বাখুন্ডা সূফী দরবার শরীফের ৩৬তম বাৎসরিক পবিত্র ওরস মোবারক বৃহস্পতিবার দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মাগরিব নামাজান্তে মিলাদ মাহফিল ও এশার নামাজান্তে ওয়াজ নছিহত, বিশেষ মোনাজাত এবং তবারক বিতরণের মাধ্যমে শুরু হয়েছে। রাতে ওরশ শরিফ মঞ্চে ওয়াজ নসিয়তে অংশ নেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ্ সুফী আলহাজ্ব হযরত কোরবান আলী চিশ্তী আল-নিজামী, চিশতিয়া দরবার শরীফের গদী নিশিন ও খলিফা হযরত খাজা সূফী মো: আব্দুস সামাদ চিশ্তী আল-নিজামী, বিশিষ্ট লেখক ও গবেষক সাবেরীয়া দরবার শরীফের খাদেম সাজ্জাদ হোসেন রনি চিশতী সাবেরীসহ অন্যান্যনা। রাতে দেশ, জাতী ও মুসলিমউম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সূফী দরবাস শরীফের গদীনশীন পীর সূফী মো: আ: মজিদ আল চিশতী নিজামী সুফী মজিদ। পরে তোবারক বিতরন করা হয়। আজ শুক্রবার ওরশ শরিফ মঞ্চে বিচার গান পরিবেশন করবেন খোরশেদ সরকার ও মৌসুমী বাউল। এছাড়া আগামীকাল শনিবার একই মঞ্চে বিচার গান পরিবেশন করবেন খোরশেদ আলম সরকার ও হেমায়েত সরকার।