ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু সংখ্যা ফের বেড়েছে।
গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত্যু হয়েছে ১৪ জনের। এরমধ্যে ১০ জন করোনায় বাকী ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় ৩০৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। শনাক্তের হার ৪০.২৭%।
হাসপাতাল সুত্রে জানাগেছে, মৃতদের মধ্যে ছয়জন ফরিদপুর, চারজন মাদারীপুর, দুইজন রাজবাড়ীর, একজন ঝিনাইদাহ ও একজন গোপালগঞ্জের।
হাসপাতালে বর্তমানে ২শ’৬৮ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৮জন। হাসপাতালের আইসিই ইউনিটে ভর্তি রয়েছে ১৬ জন করোনা রোগী।
জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫শ’৩২ জন।