ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ৬ শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ

কোভিড-১৯ মোকাবেলায় ফরিদপুরে ৬শতাধিক প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা  প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান জানান, জেলার ৬শতাধিক প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেকে ৫ কেজি চাল, ১ কেইজ তেল, চিনি, ডাল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ বাবদ প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনাকালীন সমযে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

ফরিদপুরে ৬ শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ

Update Time : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

কোভিড-১৯ মোকাবেলায় ফরিদপুরে ৬শতাধিক প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা  প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান জানান, জেলার ৬শতাধিক প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেকে ৫ কেজি চাল, ১ কেইজ তেল, চিনি, ডাল সহ খাদ্য সামগ্রীর প্যাকেট দেওয়া হয়। এছাড়া ৩৫ জন প্রতিবন্ধীর চিকিৎসা খরচ বাবদ প্রত্যেককে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, করোনাকালীন সমযে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।