ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের উন্নয়নে নয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুরের উন্নয়ন কমিটি। মঙ্গলবার ৯ই মার্চ সকালে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের হাতে এ দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন ফরিদপুরের উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
যে নয় দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয় সেগুলি হলো, ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, দৌলতদিয়া- পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর উপর সেতু নির্মাণ, ফরিদপুর সিটি করপোরেশন বাস্তবায়ন করা, ইপিজেড স্থাপন, মহিলা ক্যাডেট কলেজ স্থাপন, ফরিদপুর জেলাকে গ্যাস সংযোগের আওতায় আনা, বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত চলমান রেল সংযোগকালের দ্রুত বাস্তবায়ন করা, সিএন্ডবি ঘাট নৌবন্দর এর বাস্তবায়ন, কবি জসীম স্মৃতি কম্লেক্সকে পরিপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও সদরপুরের বাইসরশি জমিদার বাড়ি সহ ফরিদপুরের ঐতিহ্যসমূহের সংরক্ষণ করা।
স্মারকলিপি হাতে নিয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ফরিদপুর উন্নয়ন কমিটি যে দাবী উপস্থাপন করেছেন সেগুলি গুরুত্বপূর্ণ পাশাপাশি ফরিদপুরের উন্নয়ন এবং ফরিদপুরকে তুলে ধরতে আরও কিছু বিষয় যুক্ত করা প্রয়োজন।তিনি বলেন, এ দাবি উপস্থাপনের পাশাপাশি ফরিদপুর উন্নয়ন কমিটিকে জনমত গঠনে ও দাবিগুলির গ্রহনযোগ্যতা তুলে ধরতে প্রতিনিয়ত ভূমিকা রাখতে হবে।
এসময় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। ফরিদপুর উন্নয়ন কমিটির সদস্যদের মধ্যে অধ্যাপক এম এ সামাদ, খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আজিজ, আবুল বাসিদ মিয়া, ডা. এম এ জলিল, রমেন্দ্র নাথ রায় কর্মকার, সাংবাদিক পান্না বালা, মাহবুব হোসেন পিয়াল, আইনজীবী আলমগীর ভূইয়া, মাহবুবুর রহমান, মো: শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।