নানা আয়োজনে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালন করেছে এলজিইডি। এ উপলক্ষে এলজিইডি জেলা কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় কেক কাটা হয় বঙ্গবন্ধুর ১০১তম জন্ম বার্ষিকীর। পরে এলজিইডির হল রুমে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শচিন্দ্র নাথ হালদার। এ সময় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশরী পিন্টু কুমার, সহকারী প্রকৌশলী চিন্ময় প্রামানিক, সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম হিরাসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা নিয়ামুল হোসেন।
এদিকে মুজিব শতবর্ষকে সামনে রেখে এলজিইডি জেলা কার্যালয় আলোকসজ্জাসহ নানাভাবে সাজানো হয়েছে।