ফরিদপুর জেলা যুবলীগের ২১ সদস্যের আহবায়ক কমিটি গত বুধবার রাতে অনুমোদন দিয়েছে যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান খান নিখিল।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রুকসু সাবেক ভিপি জিয়াউল হাসান মিঠু কে আহবায়ক, বঙ্গবন্ধু ফ্যানস ক্লাবের আহবায়ক মেহেদী হাসান তালুকদার শামীম প্রথম যুগ্ম আহ্বায়ক ও শাহ সুলতান খান রাহাত কে যুগ্ম আহ্বায়ক করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ।
অন্যান্য সদস্যবৃন্দ হলেন তাওফিক হোসেন পুচ্চি, সৈয়দ আলী আশরাফ পিয়ার, মাহফুজ আহমেদ হিমেল, মাহমুদ রাজু খান, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, আলী আজগর মানিক, খন্দকার ওবায়দুর রহমান, শওকত হোসেন মুকুল, সেলিমুজ্জামান লিটূ, তানভির কামাল সাব্বির, খায়রুল বাশার, শরিফুল হাসান প্লাবন, শফিকুল ইসলাম আজাদ, দাউদ উজ্জামান, জুয়েল খান, ইতমাম হাসিন চৌধুরি ও শহিদুল ইসলাম আজাদ।
ফরিদপুর জেলা যুবলীগের তারুণ্য নির্ভর আহবায়ক কমিটিতে আছে ২১ জন। তাদের মধ্যে রয়েছে সাবেক ছাত্র নেতা , স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক জি.এস, সাবেক ভিপি জিয়াউল হাসান মিঠু এবং
তৃনমূলের থেকে রাজনীতিতে উঠে আসা সাবেক ছাত্রনেতা, তরুণ ও যুবকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ বঙ্গবন্ধু ফ্যান্স ক্ল্যাব এর আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার এবং সাবেক ছাত্রনেতা শাহ সুলতান খান রাহাত
এছাড়াও আছে অন্যতম সংগঠক সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক জি.এস, সাবেক ভিপি তৌফিক পুচ্চি ও যুবনেতা আলী আজগর মানিক সহ আরো অনেকে।
তারুণ্য নির্ভর এই আহবায়ক কমিটি পেয়ে ফরিদপুর জেলা যুবলীগের কর্মীরা খুবই উৎসাহিত ও অনুপ্রাণিত। তাদের প্রত্যাশা ফরিদপুর যুবলীগের যে বিশাল শূণ্যতা সাবেক রাজনৈতিক অস্থিতিশীলতা জন্য তৈরি হয়েছিল তা অচিরেই দূর হবে।ফরিদপুর যুবলীগ আগের মত তার সগৌরবে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করে যাবে।
এই প্রস্তাবিত আহবায়ক কমিটি নির্ধারীত সময়েই সকল শাখার সম্মেলন আয়োজন করে জেলা শাখার সম্মেলন আয়োজন সম্পন্ন করবে এবং জেলার পূণাঙ্গ কমিটি ফরিদপুর জেলা যুবলীগের কর্মীরা পাবে বলে সকলে প্রত্যাশা করে।