দীর্ঘ প্রতীক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি চালু করছে ফেসবুক মেসেঞ্জার। অডিও এবং ভিডিও উভয় ক্ষেত্রেই চালু হচ্ছে এই সুবিধা । মেসেঞ্জার কলগুলিকে সুরক্ষিত করার জন্য আনা হয়েছে এই নিরাপত্তামূলক ব্যবস্থা।
পূর্বে প্ল্যাটফর্মটিতে গোপন কথোপকথনের বিকল্পের পাশাপাশি শুধুমাত্র পাঠ্য বার্তাগুলির জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ছিল।
অফিসিয়াল ফেসবুক ঘোষণা পোস্টে বলা হয়েছে যে প্ল্যাটফর্মটি অডিও এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে এবং দিনে ১৫০ মিলিয়নেরও বেশি ভিডিও কল হয়।
ফেসবুক বলেছে, “এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা কথোপকথনে আপনার বার্তা এবং কলের বিষয়বস্তু আপনার ডিভাইস ছেড়ে যাওয়ার মুহূর্ত থেকে রিসিভারের ডিভাইসে পৌঁছানোর মুহূর্ত পর্যন্ত সুরক্ষিত থাকে। এর মানে হল ফেসবুকসহ অন্য কেউ তা শুনতে বা দেখতে করতে পারবে না ।”
কি এই নতুন ফিচার?
মার্ক জুকারবার্গ জানিয়েছেন, এবার মেসেঞ্জারে নিয়ে আসা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি । এই ফিচার ইতিমধ্যেই চালু রয়েছে ফেসবুকের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে। আর সেই ফিচারটি গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে এবার মেসেঞ্জারেও চালু করা হল। এছাড়াও ফেসবুক থেকে জানান হয়েছে এখন থেকে চ্যাট ব্যাক আপের ক্ষেত্রেও থাকবে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি। অর্থাৎ একটি পাসওয়ার্ড ব্যবহার করে এই অপশন অন রাখতে পারবেন গ্রাহকরা।
এই এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি হল এমন এঅ ফিচার যেখানে আপনার ব্যক্তিগত মেসজ হোক বা ভয়েস কল, ভিডিও কল সব ক্ষেত্রেই সুরক্ষা বজায় থাকবে। এই ফিচারের মাধ্যমে আপনি মেসেজে কারও কি কথা বলছেন বা ভয়েস ও ভিডিও কলে কি কথা বলছেন তা একদম নিরাপদ থাকে, যার অ্যাক্সেস পায়না সংস্থাও। এর আগেও গ্রাহক তথ্য সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে ফেসবুক । এবারও তার ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি। মেসেঞ্জারে কথা বলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই নিয়ে আসা হয়েছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ফিচারটি।