বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর মধ্য দিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছে বরগুনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার উদযাপনে ফানুসটি উড়াবে বরগুনা সাইন্স সোসাইটি। বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যেই সর্ববৃহৎ ফানুস বানানোও প্রায় সম্পন্ন করে ফেলেছে সংগঠনটি।
জানা গেছে, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন। এ আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পৃথিবীর সর্ববৃহৎ ফানুস উড়বে দেশের উপকূলীয় জেলা বরগুনার আকাশে।
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে তৈরি ৫০ ফিট উচ্চতা ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এ সর্ববৃহৎ ফানুসটির নাম রাখা হয়েছে ‘বিবি-২০২১’। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর সর্ববৃহৎ এ ফানুসটি তৈরি করছে বরগুনার সাইন্স সোসাইটি।
গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাওয়া তথ্যে থেকে জানা গেছে, এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ড রয়েছে কলম্বিয়ার। ৩৮ ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ৩২ ফুট নয় ইঞ্চি প্রশস্তের ফানুসটি ওড়ানো হয় কলাম্বিয়া কাউকা বলিভার এলাকায়। ২০০৯ সালে ১১ জানুয়ারি জেসুস আলবার্টৌ নামের একজন এ ফানুসটি উড়িয়ে জায়গা করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে।