বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (১৯ মার্চ) রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় জানাজা শেষে নেতাকর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান এই জ্যেষ্ঠ নেতার কফিনে। এর আগে, এদিন সকালে প্রথমে হাইকোর্ট চত্বরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জানাজায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে সবার কাছে মওদুদ আহমদের জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের খ্যাতনামা আইনজীবী মওদুদ আহমদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। দলের সিনিয়র নেতারা তার মরদেহ গ্রহণ এবং ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর গুলশানের বাসভবনে কিছু সময় মওদুদ আহমদের মরদেহ রাখার পর রাত ১০টায় এভারকেয়ার হাসপাতালের হিমঘরে নেওয়া হয়।
শুক্রবার নয়া পল্টনের জানাজায় উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকতউল্লাহ বুলু, আহমেদ আযম খান, ডা. জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
জানাজা শেষে মওদুদ আহমদের কফিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সকাল ৯টা ৫ মিনিটে শহীদ মিনারে আনা হয় তাকে। বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, দুপুর আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে, বিকাল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে ও বিকাল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর, কোম্পানীগঞ্জ) সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।