ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আজ বুধবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। নিহতরা হচ্ছে- নগরীর সানকিপাড়া এলাকার আবুল বাশার রতনের ১০ বছর বয়সী শিশুপুত্র আহাদ, একই এলাকার নাছির উদ্দিনের সাত বছরের শিশু সায়েম, আরেকজন অজ্ঞাত।
ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তারা জানান, নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে আহাদ ও ফাহিমসহ পাঁচ বন্ধু। গোসলের এক পর্যায়ে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা পাঁচ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।