ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী ইসরায়েলে হামাসের হামলার ২ বছর পূর্তিতে গাজা থেকে প্রজেক্টাইল নিক্ষেপ ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে আমাকে আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে: তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ৬ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল আজকের নামাজের সময়সূচি: ০৭ অক্টোবর ফরিদপুরে পদ্মা নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন ফরিদপুরে এস আলমের নিয়োগ দেয়া অযোগ্যদের ছাটাই করে দক্ষ কর্মী নিয়োগের দাবিতে মানববন্ধন

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৩৬৭ Time View
ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে ক্ষুদে বার্তায় কু-প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে মাহাবুবর রহমান (৩৩) নামে এক ব‌্যক্তিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার রিমান্ড আবেদনের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ৬/১, বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
এর আগে ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদি হন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার।
এজাহারে অভিযোগ করা হয়, মাহাবুবর রহমান শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কু-প্রস্তাব লিখে ম্যাসেজ পাঠাতেন মাহাবুব। ভারতীয় চিত্রনায়িকাকে আপত্তিকর ম্যাসেজ দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Tag :
জনপ্রিয়

ভোক্তা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম কমেছে

ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে গ্রেপ্তার

Update Time : ০৬:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে ক্ষুদে বার্তায় কু-প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে খুলনা থেকে মাহাবুবর রহমান (৩৩) নামে এক ব‌্যক্তিকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার রিমান্ড আবেদনের শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ৬/১, বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।
এর আগে ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় ১৫ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদি হন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার।
এজাহারে অভিযোগ করা হয়, মাহাবুবর রহমান শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কু-প্রস্তাব লিখে ম্যাসেজ পাঠাতেন মাহাবুব। ভারতীয় চিত্রনায়িকাকে আপত্তিকর ম্যাসেজ দেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।