ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন হাসিনাপুত্র জয়, এখনও রয়েছেন ভারতে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এই প্রথম পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন।  বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়ের বর্তমানে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই। তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি।  জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

মানবজমিনে প্রকাশিত আগের খবরে জানানো হয়েছিল, ভারতে আসার জন্য জয় তড়িঘড়ি মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংগ্রহ করেছেন।
ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে  যান তিনি।  হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে। এই ঈদ মিলনে হাসিনাকন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি।পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে ২০২৩ সাল থেকে দিল্লিতে রয়েছেন। তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের  মুখোমুখি দেখা হওয়ার কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।

গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অল্প সময়েই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। জানা গেছে, গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না। সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। এক আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান বংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন হাসিনাপুত্র জয়, এখনও রয়েছেন ভারতে

Update Time : ০৯:৫৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয় ঈদ-উল- আজহার আগেই ভারতে এসেছেন। আওয়ামী লীগের ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, জয় মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন। এখনও তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নেয়ার পর এই প্রথম পরিবারের কারও সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বর্তমানে নয়াদিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তায় সেফ হাউসে রয়েছেন।  বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়ের বর্তমানে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই। তার সফরসূচির বিস্তারিতও জানা যায়নি।  জয়ের ভারত সফর এবং মায়ের সঙ্গে দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

মানবজমিনে প্রকাশিত আগের খবরে জানানো হয়েছিল, ভারতে আসার জন্য জয় তড়িঘড়ি মার্কিন নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট সংগ্রহ করেছেন।
ভারতে আসার জন্য ভারতীয় ভিসার আবেদন করে তা পেয়ে  যান তিনি।  হাসিনার সঙ্গে জয়ের দেখা করার বিষয়ে ভারত সরকারের থেকেও সবুজ সংকেত পাওয়ার কথা সূত্র মারফত জানা গেছে। এই ঈদ মিলনে হাসিনাকন্যা পুতুলও যোগ দিয়েছিলেন কিনা তার নিশ্চিত হওয়া যায়নি।পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে ২০২৩ সাল থেকে দিল্লিতে রয়েছেন। তবে হাসিনা ও পুতুল দিল্লিতে থাকলেও তাদের  মুখোমুখি দেখা হওয়ার কোনও খবর এখন পর্যন্ত জানা যায়নি।

গত মাসে জয় মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। অল্প সময়েই নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যান। জানা গেছে, গ্রিন কার্ড একজন ব্যক্তিকে আমেরিকার বাইরে ভ্রমণ করতে দেয় না। সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার বাইরে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন ছিল। এক আওয়ামী লীগ নেতার মতে, বর্তমান বংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করার পর বর্তমান পরিস্থিতিতে তাকে মার্কিন পাসপোর্ট নিতে হয়েছে।