‘স্ত্রীর সঙ্গে সীমিত পরিসরে মিথ্যে বলার সুযোগ আছে’ এ কথা বলে নিজের পক্ষে সাফাই গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গত ৮ এপ্রিল বিকেলে যে ভিডিও পোস্ট দিয়েছিলেন, তা মুছে ফেলেছেন হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক।
তার ফেরিফাইড ফেসবুক পেজে গেলে দেখা যায়, শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নতুন একটি পোস্ট দিয়েছেন। তবে এতোদিন বাংলায় পোস্ট দিলেও নতুন পোস্টটি দিয়েছেন আরবীতে। আর গত ৮ এপ্রিল বিকেলের সেই পোস্টটি তার ফেসবুক পেজে আর নেই।
৮ এপ্রিল বিকেলের ভিডিও পোস্টে হেফাজতের এই নেতা বলেন, আমি একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে কীভাবে ম্যানেজ করবো, তার সঙ্গে আমি কোন পরিস্থিতিতে কোন কথা বলে সান্ত্বনা দেবো সেটি আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামি শরিয়তে এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে লাইভে এসে সোনারগাঁও রয়্যাল রিসোর্টের ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি আরও বলেন, স্ত্রীকে খুশি করার জন্য প্রয়োজনে সীমিত পরিসরে সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে। কাজেই সে বিষয়ে যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটি থাকবে একান্ত স্ত্রীর।