রাজধানীর হাজারীবাগ বটতলা বাজার এলাকার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হাজারীবাগের বটতলা বাজার এলাকার বস্তিতে আগুন লাগে। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে আগুনে ক্ষয়তি বা হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।