রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১৮ জন মারা গেছেন।
রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে ১২ জন মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এদের একজনের করোনা নেগেটিভও হয়েছিল।
মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, একজন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার একজন এবং একজন কুষ্টিয়ার।
হাসপাতালটির করোনা ইউনিটে গত ৫ দিনে ৮২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬ জন নারী, ১২ জন পুরুষ।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১৮ জনের মধ্যে ৭ জন ষাটোর্ধ্ব, ৩ জন পঞ্চাশোর্ধ্ব, ২ জন চল্লিশোর্ধ্ব এবং ৬ জন ত্রিশোর্ধ্ব।
করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন।
বর্তমানে এখানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।
এদিকে, রবিবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতালের দুটি ল্যাবে ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ এসেছে ২১৮ জনের।
রাজশাহী জেলার ৬১৬ নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাগঞ্জের ৩৮ জনের নমুনার মধ্যে ৮টি পজিটিভ এসেছে।