কভিড-১৯ এর ক্রমবর্ধমান সংক্রমনের লাগাম টেনে ধরতে দেশব্যাপী ১৪ দিনের কড়া বিধিনিষেধ আরোপের ৭ম দিন বুধবার চলছে কড়া লকডাউন। সকাল থেকে বিভিন্ন স্থানে চৌকি বসিয়ে রাস্তায় বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ এবং ঘড় থেকে বাইরে বের হওযার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন পুলিশ প্রশাসন। এছাড়া সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য বাহিনীর স্যদেরকেও টহল দিতে দেখা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদটুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কভিড-১৯ এ আক্রান্ত হযে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। আর জেনারেল ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরো ৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন, যা নমুনা পরীক্ষার ৪৬ শতাংশ।