আগামী ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলার কথা থাকলেও শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিতের আগে কর্তৃপক্ষ আবাসিক হল না খোলার নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে প্রভোস্ট কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলা সম্ভব হচ্ছে না। আবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন নিশ্চিতের পরে হল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ভ্যাকসিন কার্যক্রম শেষে হল খোলার তারিখ নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার ঘোষণা দেন। হল খোলার পর শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।