ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৫৪ Time View
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। এসময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে হবে সে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
ডা. দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সীমিত পরিসরে আগামী নভেম্বর, ডিসেম্বরে গ্রুপভিত্তিক শুধু ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি’র ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। আবশ্যিক বিষয় মূল্যায়ন হবে। তবে যদি কোনোভাবে সীমিত পরিসরে ঐচ্ছিক বিষয়েরও পরীক্ষা নেওয়া না যায় সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
পরীক্ষা নেওয়ার পদ্ধতি হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন,  চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেই নেওয়া হবে এসএসসি ও এইচএসসি।
ডা. দীপু মনি বলেন, অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে। আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাকিংয়ের মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হতে পারে।  তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।
Tag :

শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে হবে

Update Time : ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। এসময় তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিভাবে হবে সে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
ডা. দীপু মনি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শুধু নৈর্ব্যক্তিক বিষয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়া হবে। যদি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পূর্ববর্তী জেএসসি-জেডিসি-এসএসসির ভিত্তিতে এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এসএসসি-এইচএসসির মূল্যায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এসএসসি, এইচএসসি ও সমমানের আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সীমিত পরিসরে আগামী নভেম্বর, ডিসেম্বরে গ্রুপভিত্তিক শুধু ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি’র ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। আবশ্যিক বিষয় মূল্যায়ন হবে। তবে যদি কোনোভাবে সীমিত পরিসরে ঐচ্ছিক বিষয়েরও পরীক্ষা নেওয়া না যায় সেক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
পরীক্ষা নেওয়ার পদ্ধতি হিসেবে শিক্ষামন্ত্রী বলেন, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পূর্ববর্তী ক্লাসে যে বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
তিনি বলেন,  চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস কাভার করেই নেওয়া হবে এসএসসি ও এইচএসসি।
ডা. দীপু মনি বলেন, অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে। আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাকিংয়ের মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হতে পারে।  তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।