সরকারি কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে অকার্যকর হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়েবসাইট দেখা যাচ্ছে না। সরকারি এমন কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে সার্ভার ডাউন হওয়ায় দুপুরের পর থেকে অকার্যকর দেখা যাচ্ছে। ওয়েব ঠিকানায় গেলে তা না খুলে ‘502 Bad Gateway’ লেখা ভেসে উঠতে দেখা যায়। এতে সেবা পেতে সমস্যা হচ্ছে।
তথ্য প্রযুক্তি বিভাগ সূত্র জানায়, রাস্তার কাজ করতে গিয়ে কেবল কাটা যাওয়ায় এই সমস্যা হচ্ছে। কালিয়াকৈর হাইটেক পার্কে অবস্থিত ডাটা সেন্টারে এটি মেরামতের কাজ চলছে।
এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারি গুরুত্বপূর্ণ বেশ কিছু ওয়েবসাইটও অকার্যকর দেখা যায়। এমনকি তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটেও ঢুকা যাচ্ছে না।
সরকারি ওয়েবপোর্টালের দায়িত্বে থাকা এটুআই সূত্রে জানা গেছে, ন্যাশনাল ডাটা সেন্টারের সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।