বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সাপের বিষসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে রেপিড একশন ব্যাটালিয়ন- র‌্যাব

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭৭ Time View

ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে কাচের জারে ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায় বলে জানায় র‌্যাব। এর আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)।

ইউএনবির খবরে জানা যায়, আজ শুক্রবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, গ্রেপ্তাররা একটি ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য’। তাদের কাছ থেকে প্রায় ৯ কেজি সাপের বিষ জব্দ করা হয়েছে।

“জিজ্ঞাসাবাদে তারা বলেছে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা থাকায় বিভিন্ন জায়গা থেকে তারা সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছিল।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102