ফরিদপুরের সালথা উপজেলায় বাইপাস সড়ক এলাকায় লাইসেন্স বিহীন করাতকল (স’-মিল) পরিচালনা এবং রাস্তা দখল করে কাঠ ও গাছ রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার সদর বাজারের বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স খায়ের স’মিলে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় আরও উপস্তিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ তোরাপ হোসেন, সালথা থানা পুলিশের এসআই মোঃ মিজান প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ হাসিব সরকার এসময় বলেন, বারবার মৌখিক ও লিখিত নোটিশ দেয়া সত্ত্বেও লাইসেন্স না করা এবং রাস্তা থেকে কাঠ না সরানোয় সালথার বাজার বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স খায়ের ছ-মিলের স্বত্ত্বাধীকারী আবুল খায়ের কে বন আইন, ১৯২৭ ও তৎপ্রণীত করাত কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ মতে ৫০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদন্ড করা হয় এবং লাইসেন্স না করা পর্যন্ত ছ-মিল যাতে না চালাতে পারে এজন্য মিলের স’-মেশিন তালা দিয়ে বন্ধ করে দেয়া হয়। লাইসেন্সবিহীন অবৈধ স’-মিল ও রাস্তা দখল করে কাঠ রাখার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম
সালথায় অবৈধ করাতকলে ভ্রাম্যমান আদলতের অভিযান
-
অনলাইন ডেস্ক
- Update Time : ০৭:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- ১৯২ Time View
Tag :
জনপ্রিয়