মহামারী করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করেছে। এই করোনাকালীন সময়ে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ, নিজস্ব অর্থায়নে করোনাক্রান্ত মানুষের মাঝে, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সেবা, অসচ্ছল রোগিদের খাদ্যসামগ্রী প্রদান, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরন কার্যক্রম অব্যহত রেখেছে, ফরিদপুর জেলা, শহর ও কোতওয়ালি থানা স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ে ” কুইক রেসপন্স টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
করোনায় বিপাকে পড়া মানুষকে সহায়তা করতে বিভিন্ন সেবা চালুর পাশাপাশি অসহায়, ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সহায়তা দিচ্ছে ফরিদপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
ফরিদপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত কয়েকদিনে এ কার্যক্রম ব্যাপক জোরদার করেছেন।এই সংগঠন পৃথক পৃথকভাবে টেলি হেল্থ, ফ্রি অক্সিজেন সিলিন্ডার, লাশবাহী ও অ্যাম্বুলেন্স সার্ভিস এবং বিভিন্ন সুরক্ষাসামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা বলেন, পূর্বের ন্যায় এবারের লকডাউনেও স্বেচ্ছাসেবক লীগ কর্মহীন অসহায় মানুষের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয়,এম্বুলেন্স সেবা,ফ্রী অক্সিজেন সেবা, সববেচ্ছা সেবক লীগের নেতাকর্মীরা।
এবিষয়ে এ টি এম জামিল তুহিন,সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,পৌর শাখা,ফরিদপুর বলেন
আমরা অসহায় পরিবারে কোন ফোন পেলেই দ্রুত সেবা পৌঁছে দিচ্ছি।আজ সকাল ৭ঃ৩০ মিনিটেও ফোন পেয়ে করোনায় আক্রান্তের পরিবারের অসুবিধার কথা জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে খাদ্য সহায়তা ব্যবস্থা করি আমরা স্বেচ্ছাসেবক লীগ এর কুইক রেসপন্স টিম।
দলটির একাধিক কেন্দ্রীয় নেতারা জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকল পর্যায়ের অসহায় মানুষদের সহযোগীতায় সরকারের পাশাপাশি দলীয়ভাবে ত্রাণ সহায়তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা কেন্দ্রীয় দপ্তর সেল থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের টেলিফোন ও মোবাইলে পৌঁছে দেয়া হয়েছে।
ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগ- করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস দিচ্ছে সেচ্ছাসেবক লীগ। এ সংগঠনটির টেলিহেলথ সেবাও চালু রয়েছে।শহরের বিভিন্নস্থানে মাস্ক ও হ্যান্ড গ্লাভস এবং খাদ্যসামগ্রী বিতরণও করছে সংগঠনটি।
স্বেচ্ছাসেবক লীগের এসকল কার্যক্রম মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং নতুন ধারার রাজনীতিক শিক্ষা দেবে আজকের তরুণ প্রজন্মকে বলে মনে করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।